
[১৭ মার্চ ২০২৩ খ্রিঃ]
১৭ই মার্চ সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্নবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উপলক্ষ্যে ময়মনসিংহ সার্কিট হাউস প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধু’র ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি, জনাব, দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ । এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব আবিদা সুলতানা বিপিএম পিপিএম, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড অপারেশনস্), ময়মনসিংহ রেঞ্জ, জনাব মোঃ ফারুক হোসেন,পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ),রেঞ্জ ডিআইজি অফিস,জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) ময়মনসিংহ রেঞ্জ,জনাব ইমরানুল ইসলাম,সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার-টু-ডিআইজি),রেঞ্জ ডিআইজি অফিস, ময়মনসিংহ সহ রেঞ্জ ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।