
[০৭ মার্চ ২০২৩ খ্রিঃ]
ঐতিহাসিক ৭ই মার্চ দিবস-২০২৩ উপলক্ষ্যে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠ সংলগ্ন “বঙ্গবন্ধু ম্যুরাল” এ পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জ মহোদয়। এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ এনামুল কবির, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), ময়মনসিংহ রেঞ্জ, জনাব আবিদা সুলতানা বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড অপারেশনস্), ময়মনসিংহ রেঞ্জ, জনাব মোঃ ফারুক হোসেন,পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ),রেঞ্জ ডিআইজি অফিস, জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) ময়মনসিংহ- রেঞ্জ অফিস, জনাব কাজী শাহানেওয়াজ পিপিএম-সেবা অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) রেঞ্জ অফিস ময়মনসিংহ, জনাব ইমরানুল ইসলাম,সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার-টু-ডিআইজি),রেঞ্জ ডিআইজি অফিস, ময়মনসিংহ সহ রেঞ্জ ও ময়মনসিংহ জেলার বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।